Posts

Showing posts from January, 2022

Model activity task class 10 life science part 1 January 2022 or part 9

Image
 Model Activity Task Class 10 life science part 9 or part 1 January 2022 ৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২ x ৪ = ৮ ৩.১ ‘উদ্ভিদের কাণ্ডে আলােক অনুকুলবর্তী চলন দেখা যায়’ – একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করাে। উত্তর: আলোর গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে তখন তাকে আলোক অনুকুলবর্তী চলন বলে। পরীক্ষা: একটি জলপূর্ন কাচের বোতলে কর্কের সাহায্যে একটি চারা গাছ লাগানো হলো।তারপর বোতলসহ চারা গাছটি একটি অন্ধকার ঘরের জানালার পাশে রেখে জানালার একটা পাল্লা খুলে রাখলে কয়েকদিন পর দেখা যাবে চারা গাছটি অথবা গাছটির ডালপালা জানালার দিকে অর্থাৎ আলোর দিকে বেঁকে গেছে; এটাই হলো উদ্ভিদের আলােক অনুকুলবর্তী চলন। ৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য নিরূপণ করাে : উদ্দীপকের প্রভাব অক্সিন হরমােনের প্রভাব ৩.৩ মানবদেহে টেস্টোস্টেরন হরমােনের ভূমিকা বিশ্লেষণ করাে। উত্তর: মানবদেহে টেস্টোস্টেরন হরমােনের ভূমিকা হলো -  শুক্রাণু উৎপাদন : এটি বয়সন্ধিকালে ও পরবর্তীতে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালীতে শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে। গৌণ যৌণ বৈশিষ্ট্য: পুরুষদের বিভিন্ন গৌণ যৌণ

Model Activity Task class 10 history part 9 January 2022

Image
    Short questions and answers ৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : (ক) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী? উত্তর: সংবাদপত্র ও সময়িকপত্রের মধ্যে উল্লেখোগ্য পার্থক্যগুলো হলো - (i) সংবাদপত্র সাধারণত প্রতিদিন প্রকাশিত হয় কিন্তু সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময়ের অন্তরে প্রকাশিত হয় (ii)সংবাদপত্রে রোজকার খবর পাওয়া যায় কিন্তু সাময়িকপত্রে তৎকালীন বাছাই কিছু খবর পাওয়া যায় (iii) সংবাদপত্র আকারে বড়ো ও বাঁধাইহীন থাকে অপরদিকে সাময়িকপত্র তুলনামূলক ছোট ও বইয়ের মতো বাঁধানো থাকে। (খ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? উত্তর: স্থানীয় ইতিহাস চর্চার কিছু বিশেষ গুরুত্ব হলো :- স্থানীয় ইতিহাস স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতির অতীত ও বর্তমান অবস্থার চালচিত্র তুলে ধরে।স্থানীয় ইতিহাস সেই অঞলের রাজনৈতিক উত্থানপতনের দীর্ঘ কাহিনির পরিচয় দেয়।স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই স্থানের জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানা যায়। (গ) ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর? উত্তর:আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ যেমন নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে লেখেন "লেটা