Model Activity Task class 10 history part 9 January 2022
Short questions and answers |
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
(ক) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তর: সংবাদপত্র ও সময়িকপত্রের মধ্যে উল্লেখোগ্য পার্থক্যগুলো হলো -
(i) সংবাদপত্র সাধারণত প্রতিদিন প্রকাশিত হয় কিন্তু সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময়ের অন্তরে প্রকাশিত হয়
(ii)সংবাদপত্রে রোজকার খবর পাওয়া যায় কিন্তু সাময়িকপত্রে তৎকালীন বাছাই কিছু খবর পাওয়া যায়
(iii) সংবাদপত্র আকারে বড়ো ও বাঁধাইহীন থাকে অপরদিকে সাময়িকপত্র তুলনামূলক ছোট ও বইয়ের মতো বাঁধানো থাকে।
(খ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী?
উত্তর: স্থানীয় ইতিহাস চর্চার কিছু বিশেষ গুরুত্ব হলো :- স্থানীয় ইতিহাস স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতির অতীত ও বর্তমান অবস্থার চালচিত্র তুলে ধরে।স্থানীয় ইতিহাস সেই অঞলের রাজনৈতিক উত্থানপতনের দীর্ঘ কাহিনির পরিচয় দেয়।স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই স্থানের জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানা যায়।
(গ) ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর?
উত্তর:আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ যেমন নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে লেখেন "লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার"। চিঠিগুলো লেখার কারণ হিসাবে নেহেরু এককথায় নিজেই বলেছেন যে, তিনি পৃথিবী ও ভারতের কথা তেনার কন্যাকে জানাবেন।গ্রন্থটির ভূমিকা থেকেই জহরলাল নেহেরুর স্বাধীনতা সংগ্রাম ও কারাবরণের কথা জানা যায়,এই চিঠিতে তিনি ভারতের অর্থনৈতিক বৈষম্য, খাদ্য সংকট,গরিবি প্রভৃতি ভারতবর্ষের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার কারণও তুলে ধরেন।
(ঘ) ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: ক্যামেরার সাহায্যে কোনো বিষয় বা ঘটনার ছবি তোলার প্রক্রিয়াকে ফটোগ্রাফি বলে।ক্যামেরায় তোলা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ছবি ইতিহাসের গুরুত্তপূর্ণ উপাদান হিসেবে গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে।ফটোগ্রাফির মাধ্যমেই ইতিহাসের সত্যতা আরো জোরালো হয়।ফটোগ্রাফি এতটাই গুরুত্তপূর্ণ যে লোক মুখে ইতিহাসের কোনো বিষয়ে গুজব ছড়ালে সেই বিষয়ে তোলা ছবিই হয়ে ওঠে জীবন্ত ও মীমাংশিয় সঠিক প্রমাণ।
Comments
Post a Comment