Class 12 bhat golper MCQ
Higher Secondary বাংলা গল্পো ভাত বহুবিকল্পিত প্রশ্ন উত্তর MCQ YouTube Channel APTF Important ১) বড়ো বাড়ির বড়ো বউ–এর প্রথম থেকেই ভালো লাগেনি বাড়িতে কাজ করতে আসা লোকটার ? ক) কাজকর্ম খ) ভাবভঙ্গি গ) চাহনি ঘ) কথাবার্তা ২)" কিরকম যেন ___ চাহনি ।" ক)নোংরা খ)উগ্র গ)কুদৃষ্টি ঘ)বিচ্ছিরি ৩)" কিন্তু ___' বলল , ভাত খাবে কাজ করবে " ক) বুড়ো কর্তা খ) বড়ো পিসিমা গ)মেজো বউ ঘ) বামুন ঠাকুর ৪) "এ সংসারে সব কিছুই চলে____ নিয়মে ।" ক) ধর্মের খ) পাড়ার গ) বুড়ো কর্তার ঘ) বড়ো পিসিমার ৫)" এই___দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয় ! ক) দশ খ)বারো গ) ষোলো ঘ) চোদ্দ উত্তর :– চোদ্দ ৬) কেনা চাল নয় , ___ থেকে চাল আসছে ? ক) বাজার খ) বাদা গ) জমি ঘ) গোলা ৭) বড়ো বাড়ির বৃদ্ধ মরতে বসেছে বলে বড়ো বাড়িতে কী হচ্ছিল ? ক) পুজো খ) হোম যোগি গ) কীর্তন ঘ) ডাক্তার বদ্দি ৮)" তার শশুরই মরতে বসেচেন "- শশুরের বয়স্ হয়েছিল ? ক) আটাতর খ) আশি গ) বিরাশি ঘ) পঁচাশি উত্তর :– বিরাশি ৯) বুড়ো কর্তার স্ত্রীকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর দায়িত্ব ছিল ____। ক) বাসিনীর খ) বামুন ঠাক...