Class 12 bhat golper MCQ




Higher Secondary

বাংলা গল্পো

ভাত

বহুবিকল্পিত প্রশ্ন উত্তর

MCQ



YouTube Channel

APTF Important




১) বড়ো বাড়ির বড়ো বউ–এর প্রথম থেকেই ভালো লাগেনি বাড়িতে কাজ করতে আসা লোকটার ?


ক) কাজকর্ম

খ) ভাবভঙ্গি

গ) চাহনি

ঘ) কথাবার্তা




২)" কিরকম যেন ___ চাহনি ।"


ক)নোংরা

খ)উগ্র

গ)কুদৃষ্টি

ঘ)বিচ্ছিরি









৩)" কিন্তু ___' বলল , ভাত খাবে কাজ করবে "

ক) বুড়ো কর্তা

খ) বড়ো পিসিমা

গ)মেজো বউ

ঘ) বামুন ঠাকুর









৪) "এ সংসারে সব কিছুই চলে____ নিয়মে ।"


ক) ধর্মের

খ) পাড়ার 

গ) বুড়ো কর্তার

ঘ) বড়ো পিসিমার







৫)" এই___দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয় !


ক)  দশ

খ)বারো

গ) ষোলো

ঘ) চোদ্দ








উত্তর :– চোদ্দ






৬) কেনা চাল নয় , ___ থেকে চাল আসছে  ?


ক) বাজার

খ) বাদা

গ) জমি

ঘ) গোলা











৭) বড়ো বাড়ির বৃদ্ধ মরতে বসেছে বলে বড়ো বাড়িতে কী হচ্ছিল  ?


ক) পুজো

খ) হোম যোগি

গ) কীর্তন

ঘ) ডাক্তার বদ্দি










৮)" তার শশুরই মরতে বসেচেন "- শশুরের বয়স্ হয়েছিল ?


ক) আটাতর

খ) আশি

গ) বিরাশি

ঘ) পঁচাশি












উত্তর :– বিরাশি




৯) বুড়ো কর্তার স্ত্রীকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর দায়িত্ব ছিল ____।


ক)  বাসিনীর

খ) বামুন ঠাকুরের

গ)বড়ো বউয়ের

ঘ) মেজো বউয়ের











উত্তর :– মেজো বউ











১০) বড়ো বউ যখন বুড়ো কর্তার ঘরে গিয়েছিল , তখন সে ঘরে আর কে ছিল ?


ক) বড়ো পিসিমা

খ)  বউ

গ) বাসিনী

ঘ) নার্স









উত্তর :– নার্স


 





১১) সে একটু বসলে পরে ____এসে চা খেয়ে যাবে ?


ক)নার্স

খ) বড়ো পিসিমা

গ) বাসিনী

ঘ) মেজো বউ









উত্তর :– নার্স






১২) "তার আসার কথা ওঠেনা"---কার ?


ক) বড়ো ছেলে

খ) মেজো ছেলে

গ) সেজো ছেলে

ঘ) ছোটো ছেলে




APTF Important



উত্তর :– সেজো ছেলে






১৩) ভাত গল্পের বড়ো বাড়ির ছেলেরা সকাল ক–টার আগে ঘুম থেকে উঠে না ?


ক) আটটায়

খ) ন ' টায়

গ) দশটায়

ঘ) এগারোটায়









উত্তর :– এগারোটায়







১৪) ভাত গল্পের বুড়ো কর্তা দের কতগুলি দেবত্র বাড়ি ছিল ?


ক) আট টা

খ) আঠারো টা

গ) বাড়ো টা

ঘ) ষোলো টা





উত্তর :– আঠারো টা






১৫) বাদা অঞ্চলে ___ জমি থাকলে কাজ বা করে কে ?

ক) অসাগর

খ) দোফসলী

গ) তিন ফসলি

ঘ) অনেক









উত্তর :– অসাগর








১৬) ___ বলে দিয়েছে বলেই তো আজ এই হোম যজ্ঞ হচ্ছে ।


ক) ছেলেরা

খ) ডাক্তাররা

গ) পুরোহিতরা

ঘ) বড়ো পিসিমা










উত্তর :– ডাক্তাররা






১৭) কার বাবা তান্ত্রিক এনেছিলেন ?

ক) বড়ো বউ – এর

খ) মেজো বউ– এর

গ) সেজো বউ–এর

ঘ) ছোটো বউ–এর









উত্তর :– ছোটো বউ–এর







১৮) কালো বিড়ালের লোম কে আনতে গিয়েছিল ?


ক) ভুজন

খ) জিবেন

গ) ভজন

ঘ) বাসিনী







উত্তর :– ভজন






১৯) ভাত গল্পে যজ্ঞের জন্যে বালি কোথা থেকে আনা হয়েছিল ?


ক) মরুভূমি

খ) নদীর পাড়

গ) শশান

ঘ) গোরস্থান










উত্তর :– শশান






২০) এমন সময়ে ___ জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল ।


ক) গঙ্গার

খ) মাতলার

গ) নদীর

ঘ) সাগরের








উত্তর :– মাতলার









২১) 'তোরেও তো টেনে নেছেল '। বক্তা কে ?


ক) বাসিনী

খ) সাধন

গ) ভজন

ঘ) সতীশ









উত্তর :– সাধন



APTF Important



২২) উচ্ছবের বাবার নাম ছিল  ?

ক) সাধন

খ) ভজন

গ) সতীশ

 ঘ) হরিচরণ







উত্তর :– হরিচরণ







** কী উচ্চবকে বড়াে উতলা করে?

A) বাদার চালের গন্ধ।

B) যজ্ঞ শেষে ভাত পাবার আশা।

C) বউ-ছেলেমেয়ের কথা

D) ফুটন্ত ভাতের গন্ধ





এটার উত্তর তোমরা কমেন্ট করে জানাও








২৩) উচ্ছবদের অঞ্চলের পুরোহিত কে ছিল ?


ক) সাধন

খ) ভজন

গ) হরিচরণ

ঘ) মহানাম









উত্তর :– মহানাম






২৪) বড়ো বাড়ির মন্দিরের মাথায় যে ত্রিশূল টা ছিল, তা কিসের তৈরি ?


ক) সোনার

খ) রুপোর

গ) স্টিলের

ঘ) পেতলের










উত্তর :– পেতলের









২৫) বাসিনী উচ্ছব কে লুকিয়ে কী খেতে দিয়েছিল ?


ক) পান

খ) ভাত

গ) চা

ঘ) ছাতু










উত্তর :– ছাতু










২৬) অন্ন লক্ষী এ কথা টা উচ্ছবকে কে বলত ?


ক) তার বাবা

খ) তার মা

গ) তার বউ

ঘ) তার ঠাকুমা











উত্তর :– তার ঠাকুমা










২৭) ভাত গল্পের বুড়ো কর্তার মৃত্যু হয়েছিল কত বছর বয়সে ?



ক) আটাতর

খ) আশি

গ) বিরাশি

ঘ) চুরাশি











উত্তর :– বিরাশি









২৮)বুড়ো কর্তার কত বছর বেঁচে থাকার কথা ছিল বলে বড়ো পিসিমা জানিয়েছিলেন ?

ক) একশ বছর

খ)  বিরান্নবই বছর

গ) আটানব্বই বছর

ঘ) সাতাশি বছর






উত্তর :– আটানব্বই বছর

 











২৯) ট্রেনে উঠে কোথায় যাবার কথা ভেবেছিল উচ্ছব ?


ক) হৃদয়পুর

খ) কানিং

গ) কালিম্পং

ঘ) দার্জিলিং









উত্তর :– কানিং






৩০) সকালে লোকজন উচ্ছবকে কোথায় ধরে ফেলে?


ক) ট্রেনে

খ) হোটেলে

গ) বড়ো বাড়িতে

ঘ) প্লাটফর্মে





উত্তর :– প্লাটফর্মে







৩১) ভাত গল্প টি প্রকাশিত হয়েছিল কোন প্রত্রিকায় ?


ক) তত্ত্ববোধিনী

খ) সোম পত্রিকায়

গ) মেনিফেস্টো

ঘ) পায়োনিও পত্রিকায়








 

উত্তর :– মেনিফেস্টো







৩২)' উনি হলেন দেবতার সেবিকা'।উনি কে?


ক) বড়ো বউ

খ) বড়ো পিসিমা

গ) চ্ন্নুনির মা

ঘ) টুনুর মা








উত্তর :– বড়ো পিসিমা









৩৩)বড়ো বাড়িতে _ মন্দিরও আছে একটা ?


ক) হরি

খ) সরস্বতী

গ) শিব

ঘ) হনুমান










উত্তর :– শিব











৩৪) বামুন চাকর ঝি দের জন্য ___ চাল ।


ক) ঝিঙেশাল

খ) রামশাল

গ) কনকপানি

ঘ) মোটা সাপটা











উত্তর :– মোটা সাপটা







৩৫) চিরকালই উচ্ছব যে নামে পরিচিত ।

ক) বদমাশ

খ) পাগল

গ) নাইয়া

ঘ) গাইয়া








উত্তর :– নাইয়া









৩৬) হোম যজ্ঞের জন্য আনা হয়েছিল  ?


ক) বেল, বেলকাঠ, ধুনো,বাতাসা,

খ) আম,বেল, জাম, কেওড়া গাছের কাঠ

গ) বেল, বট, অ্শ্বস্থ , আম গাছের কাঠ

ঘ) বেল, কেওরা, অ্শ্বস্থ, বট, তেতুঁল কাঠ


উত্তর :– বেল, কেওরা, অ্শ্বস্থ, বট, তেতুঁল কাঠ










৩৭) নিরামিষ তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হত ?


ক) কনক পানি

খ)  রামশাল

গ) মোটা সাপটা

ঘ)  ঝিঙেশাল











উত্তর :– ঝিঙেশাল










৩৮) উচ্ছবের গ্রাম  সম্পর্কিত বোনের নাম ?


ক) চ্ন্নুনি

খ) লক্ষী

গ) বড়ো মাসী

ঘ) বাসিনী










উত্তর :– বাসিনী









৩৯) বড়ো বাড়িতে মাছের সঙ্গে যে চালের ভাত খাওয়া হয় সেটা কি ?


ক) ঝিঙেশাল

খ) পদ্মজালি

গ) রামশাল

ঘ) কনকপানি











উত্তর :– রামশাল











৪০)মন্দিরের চাতালে কত গুলি ছেলে তাস খেলছিল ?


ক) দুজন

খ) তিনজন

গ) চারজন

ঘ) পাঁচজন







APTF Important




উত্তর :– তিনজন


 







৪১) যজ্ঞের জন্য উচ্ছব কাঠগুলো কাটছিল কত হাত লম্বা করে ?


ক) এক হাত

খ) দুই হাত

গ) আড়াই

ঘ) দেড় হাত










উত্তর :– দেড় হাত








৪২) বুড়ো কর্তার মৃতদেহ কখন সৎকারে নিয়ে যাওয়া হয় ?


ক) রাত একটার পর

খ) রাত বারোটার পর

গ) রাত নটার পর

ঘ) রাত দু–টোর পর












উত্তর :– রাত একটার পর









৪৩) পদ্মজালি চাল রান্না হয় ?


ক) বড়োবাবুর জন্য

খ)  মেজো আর ছোটবাবুর জন্য

গ)  বামুন , চাকর, ঝিদের জন্য

ঘ) বাড়ির বউ দের জন্য











উত্তর :– বড়োবাবুর জন্য







৪৪)রাস্তার দোকান থেকে চা আসতে থাকে । কারন ?





ক)  বাড়িতে চায়ের ব্যাবস্থা ছিল না

খ)  বাড়িতে চা করার মতো কেউ ছিল না

গ)  বাড়িতে উনুন জ্বলবে না

ঘ)  বাড়িতে সবাই কাজে ব্যাস্ত









উত্তর :– বাড়িতে উনুন জ্বলবে না










পরের ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন









APTF Important



ভালো লাগল অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাও













Thanks For Watching




Comments

Popular posts from this blog

How to learn math in Bengali | Bengali school math solution

Model activity task class 5 science part 4

Class 10 model activity task english part 2 answer